কবিতা
জীবিত থাক ভালোবাসা
দেব দীপ দাস
গাঢ় সময়ের রঙ্গিন মুগ্ধতা
আজ বিবর্ণ ইতিহাস-
সাংকেতিক অনুভবে শুধু
তোমায় ছুঁয়ে থাকা,
লাখো বছরের প্রেম
এ মনের জাদুঘরে মমি হয়ে
আছে, তবু ভালোবাসা এখনও
বেঁচে আছে ।
নশ্বর এ দেহ যদি
অঙ্গার হবে-
সেই কালিতে কাজল পোরো
তুমি; সুউচ্চ তোমার হৃদয়ের
পাইনি নাগাল তাই-
আলতা হয়ে তোমার গোড়ালি ছুঁয়ে যাক
আমার সব আশা,
চেতনার হাজার ফুট গভীরে
জীবিত থাক ভালোবাসা ।।
No comments:
Post a Comment