কবিতা
শব্দ প্রস্তর
সিয়ামুল হায়াত সৈকত
এখানে শব্দের মতো ভাঙনের সুর
মাইক্রোফোনের মিথ্যে এক আওয়াজ
বুকের দামামা এফোঁড়ওফোঁড়!
তুমি শোনো?ভালোবাসি বললেই ভালোবাসা হয়নি।
শব্দের পরে শব্দের বাড়ি চাই, সমুদ্র চাই, ভুল চাই!
এখানে ভাঙনের সুর, শব্দ নেই..
তুমি একটা অসম সমীকরণ আঁকলে
জ্যান্ত শামুকে কেটেছে বুকের পুরুত্ব।
আর পথটা?ভুল অথবা আমিই ভুল..
এইতো বেশ বাঁ'দিকের জমানো অসুখে!
মায়াগুলো না বুঝুক শব্দের কোলাহল
No comments:
Post a Comment