কবিতা
আদর
অনুষ্টুপ শেঠ
ঠোঁটের মাঝে ঠোঁট নামিও,
বুকের মাঝে বুক,
এইটুকুনিই আদর আমার।
এইটুকুনি সুখ।
সুখপাখিটা রইল কোথায়!
নষ্ট বাসার খড়
পথের ওপর ঝরিয়ে দিয়ে
কখন গেছে ঝড় -
ঝড় চিনেছে তোমার হাতের
মূর্ত পদাবলী,
প্রাণের মাঝে কাব্যভাষা,
শরীরে অঞ্জলি।
ঠোঁটের মাঝে ঠোঁট নামিও,
বুকের মাঝে বুক;
অসম্ভবের অগ্নিশিখা
অবধ্য জ্বলুক।
No comments:
Post a Comment