কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়



কবিতা


ভাষাদিবসের ছড়া
শঙ্কর বন্দ্যোপাধ্যায় 


বাংলার দিকপাল বঙ্গীয় বন্দ্যো
কবিতা গল্প লেখে ছড়া ও প্রবন্ধ।
বাংলায় কথা বলে, বাংলায় স্বপ্ন
বাংলার বেশবাস পরিপাটি যত্ন
মাত করে বাংলায় আসর ও মঞ্চ
সাধু সাধু রব তোলে স্রোতা জনা পঞ্চ
বাংলার বোলচাল বাংলার খাদ্য
বড় ভালবাসে বাবু বঙ্গীয় বন্দ্যো
বাংলা মাতৃভাষা, বাংলাই সম্মান
এই কথা বারবার সোচ্চারে বলে যান
'বাংলাকে ভালবাসো' বলে যান সরবে
বাংলার কথা হলে ভরে বুক গরবে
ধন্য ধন্য শ্রী শ্রী বঙ্গীয় বন্দ্যো
বাংলাই প্রাণবায়ু তাঁর প্রতিপাদ্য
সেদিন গিয়েছি তাঁর ছিমছাম বাটিতে
লিটিল ম্যাগের মেলা, ফিতা হবে কাটিতে
কবি'র কিশোর ছেলে খুলে দিল দরজা
কবি স্নানে তাই তার সাথে জুড়ি তর্জা
বলি তাকে কোন স্কুল, কোন ক্লাস হোল তোর
ছেলে বলে সেন্ট পল, আমি স্ট্যান্ডার্ড ফোর
বিষম খেলাম জোরে, কি ভিষণ কাণ্ড
নিজেই মানেনা তা যা বলে ব্রহ্মাণ্ড
বাংলাই প্রাণ যার তার ঘরে এ কি ভুল
সবাইকে নেড়া রেখে নিজেই বাবরি চুল
মুখোশের আড়ালেতে ইংরিজি ভজনা
মিছে সব বক্তিমে, ভুয়ো সব রটনা
কবি এলে বলি তাঁকে - এ কি সব দেখছি
সাহেবের স্কুলে ছেলে, বাংলাকে ভেংচি
কবি বলে - ওহে ভায়া তাতে কোন দোষ নাই
ছেলের ভবিষ্যত, সেটাকে তো দেখা চাই
হাসি মনে মনে বলি - এই তোর ভক্তি
তোদেরই কারণে কমে বাংলার শক্তি।

1 comment: