কবিতা
স্বীকারোক্তি
রাজা ভট্টাচার্য
হে প্রেম! সোচ্চার প্রেম!
তোর কাছে ঋণী থাকব ব'লে -
দুটো-একটা পদ্যশব্দ
বেঁধে দিচ্ছি শাড়ির আঁচলে।
#
তোর কাছে ঋণী থাকতে
হে প্রেম! হে ব্যক্তিগত নদী!
দূর থেকে শব্দ ছুঁড়ছি -
দুটো-একটা লেগে যায় যদি...
#
আমার অক্ষরে লিখলে
তোর ডাকনাম - ভালবাসা ;
সমস্ত কাগজ জুড়ে
লিখি তাই -'প্রিয় মাতৃভাষা....'
অসামান্য
ReplyDeleteঅসামান্য
ReplyDeleteঅকপট স্বীকারোক্তি
ReplyDelete❤❤❤❤❤❤❤❤
ReplyDeleteদুর্দান্ত
ReplyDelete