কবিতা - তনুশ্রী বাগ



কবিতা


জন্মান্তর

তনুশ্রী বাগ


হামাগুড়ি দেওয়া সন্ততির মতো বুকে উঠে আসে
রাত নামলেই নগ্নদেহ, উন্মুক্তপিঠে
হাত রাখে অকারণ।

আমি হাত পেতে দান নেব, সুযোগ খুঁজি
দাবানলের মতো পুড়িয়ে দেয় অযুতশরীর

হাতের অক্ষরে পৃথিবীর সঙ্গমস্নান সারা
আমি বুঝি..অনুভব, ক্ষণিক আর সে...

অমরত্ব প্রাপ্তির আগে মুখে করে
বয়ে আনে উদ্ভিন্নযৌবনযাপন---সৃষ্টিঋণ

দর্শক হতে হতে ভিখারি হব....হাত পেতে চেয়ে নেব
দুফোঁটা জলের শরীর--ছোট্ট ছোট্ট ভ্রুণের মত...

আপাতত তার নাম দেওয়া যাক---পরজন্ম।

No comments:

Post a Comment