কবিতা
পূর্বাভাষ
অনুপম দে
এমন দিনে, হতে পারে
যখন রাস্তা ঘামছে খুব
গলে যাওয়া পিচের মতো লোলুপ ইচ্ছেগুলো
যুবতীদের পীঠে চটচট করছে
আর বখাটে দুপুরটা সিনেমাহলের বাইরে
টিকিট ব্ল্যাক করছে- হতে পারে
এমন দিনে যখন গাছে গাছে
আগুন জ্বলছে আর উপোষী নারীর
মতো ছটফট করছে ধানখেত, ঠেলাগাড়িটা
থামিয়ে মাথায় ভেজা গামছা জড়ানো
শহরটা আয়েশ করে লেবুমালাই খাচ্ছে।
এমন দিনে, হতেই পারে
কোথাও কোনও পার্ক কোনও বেঞ্চ
তুষারঝড়ের আশংকায়
দম বন্ধ করে আছে...
No comments:
Post a Comment