কবিতা - তৃষা চক্রবর্তী



কবিতা

ভাবসম্মিলন
তৃষা চক্রবর্তী




দরজা খোলাই ছিল,
তুমি এসে চলে গেলে মাথুরে-
যেন সদ্য বিগত সময়, স্মৃতি হয়ে
তারপর চৌকাঠে ফিরে ফিরে পেলে
আদরের হোঁচট, বলেছিলে রাগ মানে রঙ
সেকথা মেনে চলি খুব, ভুল ভ্রান্তির দিনে
তবু তো শব্দ শুধু অর্থ, জেনেই লেখা হয়, ভাব-
অর্থের উপযুক্ত শব্দ কে কবে নিয়েছে চিনে?
আবারও দেখা হলে ভুল শব্দে আমি ক্ষমা
চেয়ে নেব, তুমি টের পাবে না, আঘাত বিলম্বিত
কোনওখানে ডুবে মরে জ্বর, ওরা তো তোমায়
ঈশ্বর জেনেছে কবেই, প্রতিবারে অনুচ্চারিত
আমার সমস্ত অক্ষরে, তুমি ভাবসম্মিলন।



No comments:

Post a Comment