কবিতা - ঈশানী রায়চৌধুরী



কবিতা


ত্রিওলে 8

ঈশানী রায়চৌধুরী




১)

এখন আলতো হাতে দিগন্ত স্পর্শ করে থাকি
সীমারেখা পেরোবার কথা আর স্বপ্নেও ভাবি না
সংলাপ সাবধানী, নীচু স্বর, যত্ন করে আঁকি
এখন আলতো হাতে দিগন্ত স্পর্শ করে থাকি
আবেগ স্বেচ্ছাচারী...তাই তাকে হত্যা করা বাকি
এটুকুই; "মন, তুই খবরদার বিপথে যাবি না"
এখন আলতো হাতে দিগন্ত স্পর্শ করে থাকি
সীমারেখা পেরোবার কথা আর স্বপ্নেও ভাবি না


২)

স্রোতের উল্টোমুখে আমি, ধূমকেতু হাতের মুঠোয়,
সাদা কালো নকশা জীবন, বিষফুল হৃদয়ে রেখেছি।
অন্ধকারের আলো মাখি, স্তাবকেরা পায়েতে লুটোয়;
স্রোতের উল্টোমুখে আমি, ধূমকেতু হাতের মুঠোয়।
অন্য ভুবনে ঘর বাড়ি... বুনে যাই খড় ও কুটোয়...
এভাবে পরাগরেণু ঘৃণা অক্লেশে শরীরে মেখেছি!
স্রোতের উল্টোমুখে আমি, ধূমকেতু হাতের মুঠোয়,
সাদা কালো নকশা জীবন, বিষফুল হৃদয়ে রেখেছি।


৩)

এখন পায়ের নীচে ঝর্ণার শব্দ ভাসে না
এখন পায়েতে আঁকা ভবঘুরে জড়ুল মুছেছে
পাতারা নিদাগ আর কলমের কাঁটাও থাকে না
এখন পায়ের নীচে ঝর্ণার শব্দ ভাসে না
আকাশ ভীষণ ছোট ...কবুতর মেঘেরা ওড়ে না
বন্ধ মুঠিতে সব ...আলো ছোঁয়া বেবাক ঘুচেছে
এখন পায়ের নীচে ঝর্ণার শব্দ ভাসে না
এখন পায়েতে আঁকা ভবঘুরে জড়ুল মুছেছে


৪)

তোমাকেই ছুঁতে চেয়ে রোজ, ফিরে যাই সৎ থাকো বলে।
কোথায় অসৎ থাকো তুমি? সেখানে পৌঁছে যাব তবে।
ছায়ারা আলোর দিকে যায়, আগুন যা ...নিভে যায় জলে।
তোমাকেই ছুঁতে চেয়ে রোজ, ফিরে যাই সৎ থাকো বলে।
এভাবেই ঘেরাটোপে প্রেম… অপ্রেমে রাখো কৌশলে,
এভাবেই কথার আলেয়া… হাতছানি দিয়েছিল কবে!
তোমাকেই ছুঁতে চেয়ে রোজ, ফিরে যাই সৎ থাকো বলে…
কোথায় অসৎ থাকো তুমি? সেখানে পৌঁছে যাব তবে|


2 comments: