কবিতা - সুলতানা শাহরিয়া পিউ



কবিতা


পুড়িও না তোমার ঘর

সুলতানা শাহরিয়া পিউ



হিম হাওয়ার কাছে বিছিয়ে দিয়ে হাত
উড়িয়ে নিয়ে যাবে সে আশায় জলপাই বনে
অপেক্ষমান এই প্রাণ- জুড়াতে চায় যেমন
প্রথিত শেকড় জলকণার ভরসায় এক ঠায়-
প্রেমের খামারে লাগিয়ে আগুন কি নির্বিকার
অবোধ মানুষ ঘরে তুলতে চায় সোনালী ফসল!
হায় মানুষ মজুতদারের অদৃশ্য ইশারায় ভুলে যাও-
সাঁওতালি গ্রাম পোড়াও অজান্তে পোড়ে তোমার মন!
ওদের ক্ষেতের ফসল নষ্ট হলে মুখ থুবড়ে পড়বে
তোমার অঘ্রাণ, তোমাদের নবান্ন উৎসব…



No comments:

Post a Comment