কবিতা - কস্তুরী সেন




কবিতা


অনুচিত স্বপ্নের মতো

কস্তুরী সেন




যেসব বারণ থাকে, হাঁটতে হাঁটতে
পাশের সিটে,
বারান্দায় যাওয়া নিয়ে
ফিরে আসা, পর্দা সরানো নিয়েও
যেসব বারণ থাকে ---
বোলপুরে থাকে,
গগনেন্দ্র প্রদর্শনশালায়, যেসব বারণ ...
সেসবের, সবকটিই, জুটেপুটে ভোররাত্রে
স্বপ্নে এলে যা হয় আর কি ...

কী হয়, সত্যি বলতে সেখানেও?
কবিতা ছাড়া?
যেমন এখনই হচ্ছে,
অনুচিত স্বপ্নের মতো, খুব অনুচিত।


No comments:

Post a Comment