কবিতা - পল্লববরন পাল



কবিতা


বিষাদ পসরা

পল্লববরন পাল



গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ
কালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে
যদি আসে হোক সাদামাটা তার সাজ
গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ
একফোঁটা এই ছোট্ট সুখের তাজ
বিষাদ পশরা বুকে মেলে রেখে যাবে
গোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজ
কালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে



No comments:

Post a Comment