কবিতা - পল্লববরন পাল
কবিতা
বিষাদ পসরা
পল্লববরন পালগোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজকালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবেযদি আসে হোক সাদামাটা তার সাজগোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজএকফোঁটা এই ছোট্ট সুখের তাজবিষাদ পশরা বুকে মেলে রেখে যাবেগোলাপ আমায় ছুঁয়ে দিয়ে গেছে আজকালকেও সে কি ছুঁয়ে যাবে এইভাবে
No comments:
Post a Comment