কবিতা - অরুণিমা চৌধুরী



কবিতা



প্রাক্তন

অরুণিমা চৌধুরী



মৃত্যু পরবর্তী সাত মিনিটে বেঁচে আছি।
ছবি গুলো মাথার ভিতর পরতে পরতে খুলে যাচ্ছে।
একটা টিমটিম হ্যারিকেন, পাশে পড়ে থাকা ছায়ারা ভীড় করে... কিছুটা ধূসর ধোঁওয়া
মনে পড়ছেনা মুখ, শুধু অস্পষ্ট ভনভন,
মুছে ফেলা আদরের চিহ্নগুলো ঘুরে ফিরে আসে
কিলবিল করে, মৃত মস্তিষ্ক যন্ত্রের মতো
রীল ঘুরিয়ে ঘুরিয়ে... অসহ্য প্রলাপ।
অসমাপ্ত চুম্বনের সাত মিনিট
কোষ কলার ভাঁজে রাখা।

ডাকছিস, মিঠি! জানিনা..

মৃত্যুর পরবর্তী অসহ্য সাত মিনিটের ট্রেলার

পিনাক! ভালবাসি বলেছি, ভালবাসতে তো বলিনি!



No comments:

Post a Comment