কবিতা - মিজান ভূইয়া



কবিতা


ফুলের ছায়া

মিজান ভূইয়া



তোমাকে বন্ধু ভেবে
কোনও উত্তর পাই না, বন্ধু
ভাবলে মহাকাল চুপ করে থাকে
পৃথিবীর সব পথ কথা বলে, ঢেউয়ের শব্দ শোনা
যায়
গ্রামের পরিচিত গন্ধ আকাশের
মতন ডাকে।
তখন সাবান ফেনায় মুখোমুখি
হয় সন্ধ্যা, শেষ কথা রেখে
যায় চোখের শিশির…!
আমি অন্তরের আলো হয়ে হয়তো
তোমার পরিধি চাই…
তোমার মুখের বিকেলে তাই নিজেকে
হারাই
মেঘে মেঘে মিশে যায় দু'হাতের
সব ক'টি রেখা
তবুও ছায়া দেখি
লাল একটি ফুলের ছায়া…!



2 comments:

  1. সুন্দর কবিতা

    ReplyDelete
    Replies
    1. আপনার মন্তব্য পেয়ে অনেক উৎসাহবোধ করছি দিদি। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

      Delete