কবিতা - সুরজিৎ চক্রবর্ত্তী



কবিতা


গন্তব্য
সুরজিৎ চক্রবর্ত্তী


সন্ধ্যা আরতিতে ডাক ছিল
নিশির হাতছানিতেও
সব কিছু কি জলের মত বোঝাতে হয়

চোখের উপর চোখ রাখলেই
পড়া যায় সবটা
গন্তব্য পরিষ্কার স্বচ্ছ
জলের প্রতিবিম্ব যেমন

চন্দ্রাহতের মুখ ঢাকা নেশার চাদরে
ঝিমধরা চোখে ভাসে
আবছা অবয়ব নির্মেঘ আকাশে ঘন্টাধ্বনি
হৃদপিণ্ডের চলনের সাথে
হেঁটে চলা রোজকার
ঠিকানাহীন

কেননা দিক্‌শূন্যপুরের দিকনির্দেশ ছিলনা কোথাও।।

No comments:

Post a Comment