কবিতা - রঘুনাথ মণ্ডল



কবিতা


সন্ন্যাসী করো আমায়
রঘুনাথ মণ্ডল


আসা যাওয়ার পথে দাঁড়িয়ে ছাতিম গাছ
সল্প ছায়া
শীতল বারোমাস

আমার কথার একটি পাতা
তুমি তাকে দাও
যে আমার কথা ভাবে তোমার মতো

সন্ন্যাসী করো আমায়
পাতা ঝরে পড়লে

1 comment: