কবিতাঃ রত্নদীপা দে ঘোষ



কবিতা
ও নদী
রত্নদীপা দে ঘোষ


তোমার গন্ধে
আমার কেমন কান্না পায়
জল দেখলে যেমন স্নান পায়
আয়না রঙের নদী লো
আয় আয়
একবার বিহার করি

ও চাকুমচুকুম নদী
তোর সঙ্গে বাগাডুলি
আমাদের পিছল মগজ
পিছলে রঙের জামা
পিছলে যাক পা

ও নদী
আমারে ফিরাস নে
আমি বড় শুন আর শান
একলা ক্রমিক মেয়ে
তোকে গান দেবো
বলপেনের ঝুমঝুমি
এক ডজন দুষ্টুমি

সেদিন খুব ঝড় জানিস
সেদিন বৃষ্টিটি রাঙা
সেদিন বাঁশী লিখবো খুব
তুই আমাকে বাসবি
আমি তোকে ভাসাবো

হানাদারির ভয় দেখিয়ে
আমায় যেন ফিরাস নে

ও নদী

No comments:

Post a Comment