কবিতা
অসংহত
প্রবাল কুমার বসু
ফিরিয়ে দেব তোমায়?
ত্রুটি যা কিছু নির্ধারণে
সবাই যখন ভাবছে অসংহত
জীবন যখন ভাঙে, ভাঙার নিয়মকানুন মেনে
নিজেই নিজের কাছে সমুদ্যত
সংকোচেরও বিহ্বলতায়
লোকে তবু এড়িয়ে যায়
ফিরিয়ে তোমায় দেব কী কুক্ষণে
শাসায় যারা, তারা শাসাক
তোমার আমার মধ্যে থাক
প্রবণতা
নিষেধ ভেঙে ফেলার অকারণেই
No comments:
Post a Comment