কবিতাঃ জয়া চৌধুরী










কবিতা




স্বভাব
জয়া চৌধুরী






খবরের কাগজ আজকাল খুলতে ইচ্ছে করে না
প্রথম পাতায় আগে থাকত কুন্তলীন এখন থাকে
সূর্য ওঠার দেশের তৈল ও তার মর্দন জাত সুখবিবরণী
বেয়াড়া খিটকেল স্বভাব যাবে কোথায়
টিভির পরদায় একটা বিয়ের ফেঁকড়ি বেয়ে দু’পাঁচটা
আমিষ গান্ধর্ব রাক্ষস বিয়ের শিদল শুঁটকিতে
কোন আউশ থাকে না আমার
সন্ধ্যে হলেই ব্যাগ বগলে নন্দন আকাদেমি
গুচ্ছে মাথায় ফেট্টি বাঁধা গিটার ম্যাকার্টনি আর
ভকভকে আস্তাকুড় ঘাঁটা সুবিধেবাদী বিপ্লব বুকনি
রাতে অনেকেই টেবিলে ছিপি খুলে ডাক্তারি মতে
লাল পথ্য সেবনে আগ্রহী
অভাগার ওষুধ খেতে রাজ্যির অরুচি
এর চেয়ে গোবিন্দর বাসি চিকেন রোল ঢের টেস্টি
এমতাবস্থায় লক্ষ্মীর পাঁচালি পড়া একটা এথনিক স্বাদ
দিলেও দিতে পারত বোধহয় ... কিন্তু
সে এসকেপ রুট ও তো বেস্পতি বারের সাপ্তাহিক রেহাই
যে কারণে রাতের বরাদ্দ রুটি দুটোর সঙ্গে চিকেন স্টুর শেষপাতে
শরমা-র রাবড়ি কিনে আনি মাঝেসাঝে
তবে একটা ব্যাপার কিন্তু ঠিক রেখে দিই
বেডসাইড টেবিলে একটা চশমা, এক গ্লাস জল, একটা উড পেনসিল,
কথামৃত প্রথম পর্ব আর নীল কভার লাগানো ডায়রিটা
কি জানি কখন কবিতা আসে ...

No comments:

Post a Comment