কবিতাঃ সেখ সাদ্দাম হোসেন



কবিতা



অন্ধ বিষয়ক নয়
সেখ সাদ্দাম হোসেন



অন্ধ বলে দুঃখ করি না
এই শহরে কেই বা দেখতে পাই
এই তো সেদিন
ঘুমের গন্ধ থেকে ভেঙে পড়লো
বেসুরো গান। হাততালি

শরীর কুড়িয়ে হাতড়ে উঠতেই ওরা
অন্ধ বিষয়ক কিছু বললো না;
এগিয়ে গেল…
ওদের সামনে তৃতীয় বিশ্বের মঞ্চ
আপনি বৃহন্নলা বিষয়ক কিছু বলবেন?

ওরা দাঁড়িয়ে আছে;
ঘোষণা করবেন কোনো ক্ষুদ্রতম প্যাকেজ?
নতুবা স্মরণ করিয়ে দিন
তৃতীয় বিশ্বের কোনো লিঙ্গ নাই।

এবার নেমে যান
আমিও অন্ধ বিষয়ক কিছু বলবো না;
একটিবার শুধু ধমকে দেবো
তৃতীয় লিঙ্গের কোনো বিশ্ব নাই।

No comments:

Post a Comment