কবিতাঃ কাশীনাথ গুঁই
কবিতা
এলোমেলো ভাবনা
কাশীনাথ গুঁই
চকমকি পাথরে এখন কেউ আগুন খোঁজে না।
ওরা আজকাল জলের গভীরে বাস করে।
আগুন এখন সদা বহ্নিমান সমাজে, বুকের স্পন্দনে।
মৌ লোভীরা আগুনে পুড়িয়ে হৃদয় ভাজা খাচ্ছে।
ক্যানভাসে আকাশ ধরা দেয়না আর।
সারি সারি লাশ, আকাশচারী জানোয়ারে সুখে চিবাচ্ছে।
ওরা কি সত্যি ভাল আছে!
No comments:
Post a Comment