কবিতাঃ রত্নদীপা দে ঘোষ
কবিতা
মা
রত্নদীপা দে ঘোষ
মাকে লিখি
কতটুকুই বা লিখতে পারি
জ্যোৎস্নার নিমফুল সাদা হয়ে আছে
স্লেটে
চকবাটিতে
অপত্যের নাগরদোলায়
ঘুরছি ... ঘুরছি
কলাবতীর কাঁথারং
আলোর আকারে শৈশব
মাখছি আবার বালিকা
পলকে
আর ব্রহ্মাণ্ড একাকার কোরে
পানপাতা আর সুপুরির মেঘ
আঁকছে
মা
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment