অণুগল্পঃ জয় ভট্টাচার্য



অণুগল্প


হঠাৎ যবনিকা
জয় ভট্টাচার্য

প্রবুদ্ধ কাছে এলেই অগ্নিতপা'র সব কাজকর্ম উলটোপালটা হয়ে যায়। প্রাথমিক জড়তা কাটিয়ে প্রথমেই প্রবুদ্ধ'র জামাটা খামচে ধ'রে কি করবে ভেবে না পেয়ে বলে ওঠে- 'শয়তান, তুই আমার কাছে আসিস কেন ? আমাকে জ্বালানো ছাড়া তোর আর কোনো কাজ নেই ?' 

প্রবুদ্ধ অবলুপ্ত চেতনা হাতড়ে কি বলবে বুঝে পায় না। 

জামাটা অগ্নিতপা'র হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে- 'শান্ত হ, আমিও তো জ্বলছি, দেখতে পাস না ? কিছু বিদেশী ভালোবাসার মত দগ্ধ হতে পারিস যদি খুলে ফেল তোর পরদা; ভাসিয়ে দে সব গহনা রাতের জোয়ারে।' 

প্রবুদ্ধ'র কথায় বিদ্যুস্পৃষ্ট হবার মত এক ঝটকায় সরে যায় অগ্নিতপা। জানলার গ্রিল-টা আঁকড়ে ধরে কাঁপতে থাকে থরথর করে... 

প্রবুদ্ধ বুঝতে পারে একটা বড়োসড়ো ভুল করে ফেলেছে নিজে। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে পড়ে নিঃশব্দে। 

বাইরে তখন আকাশ কালো করে ঝড় উঠছে। তছনছ হতে চলেছে সাজানো পরিপাটি দৃশ্যগুলো....

No comments:

Post a Comment