অণুগল্পঃ উৎসব দত্ত



অণুগল্প



মা 
উৎসব দত্ত 



রাস্তার ধার দিয়ে হাঁটবি । বড় গাড়ি এলে সরে যাস । সামনে পেছনে চেয়ে রাস্তা পার হবি। 

কেউ যদি অসভ্যতা করে ছেড়ে দিবিনা। তোর সুন্দর বড় বড় নখ গুলো রেখেছিস কি করতে, ওই গুলো দিয়ে আঁচড়ে নিবি। দরকার হলে চিৎকার করে লোক জড় করবি। 

আমি কিন্তু খুব চিন্তায় থাকব রে। 

মেয়ে বড় হয়েছে মায়ের চিন্তা বেড়েছে। এতদিন বুকে আগলে বড় করা মেয়েকে এবার একা ছাড়তে হবে। মায়ের মন বলে কথা। দুশ্চিন্তা গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক মতো রাস্তা পার হতে পারবে তো? রাস্তায় আজে বাজে লোকের খপ্পরে যেন না পড়ে! 

ছাদের ওপর রোদে দেওয়া মখমলের কম্বলের ওপর মায়ের গায়ে লেপটে শুয়ে মেয়ে আদর খাচ্ছে। 

বাড়ির বড় মেয়ে এতক্ষণ উল্টোদিকের ছাদে রোদ পোয়াচ্ছিল। এদিকে এসে চিৎকার করে উঠল

'মা শিগগির ওপরে এসো, আমাদের বেড়াল ছানাটা কতো বড় হয়ে গ্যাছে দেখো।'







No comments:

Post a Comment