কবিতা
চাই বদলে যাক সব
মাহমুদ নজির
কিছুটা সময়ের বিবর্তন
কিছুটা আলোর ঝলকানি
কিছুটা মায়াবতি স্বপ্নের ছোঁয়ায়
গড়ে উঠলো এই শহর মনোরমা! তোমার অপেক্ষায় থেকে থেকে
কত কিছুই তো বদলে গেলো - পার্ক ফুটপাত, রেস্তোরাঁ, অলি গলি পথ লেকভিউ, জলের ফোয়ারা।
অথচ, তুমি রইলে সেই আগের মতোই। হয়তো বয়স বেড়েছে মানি, ধুয়েমুছে রঙ বদলে গেছে - জানি সেও, বানের জলের মতো ভাসতে ভাসতে একদিন আমি তুমি হারিয়ে যাবো
এও সত্য জানি। কিন্তু, কিছুই কি বদলাবেনা আমাদের মন শহরের মতো? চাই বদলে যাক সব
মায়াবতি স্বপ্নের ছোঁয়ায়।
মায়াবতি স্বপ্নের ছোঁয়ায়।
No comments:
Post a Comment