কবিতা
এন্তেকাল
শর্মিষ্ঠা ঘোষ
আইডল এর এন্তেকাল হতে না হতেই ফ্যাতারুরা হাঁসফাঁস ডানা ঝাঁপটাচ্ছে
বিদ্রোহ খুঁজে নিচ্ছে চিরচেনা মাদুলি
সব পথ ঘরমুখো সুখী সব নদী কূল ছাড়া একা ভাবে তবে
বদলে দিবি সব? মজ্জাগত রুল এবং জগদ্দলের ফাঁস ?
তওবা রে দোস্ত, এমন স্বপন বপন নতুন নয়
ঝামা হলাম হাওয়ায় হাওয়ায় শুধু ? প্যাশান ফ্লাওয়ার আমার জলেও ফোটে
No comments:
Post a Comment