কবিতা
আবার অপেক্ষার পালা
অনুপম দাশশর্মা
অতএব অপেক্ষাটাই করো আবার..
থাকা পুরোটাই তিক্ত বিরস মুখে
প্রতিষ্ঠানের তীব্র চোখের নজর
বাঁচিয়ে চলা গায়ের ওজনটাকে।
#
বিভ্রান্তির দুয়ার খুলেছে কবেই
ফেটে পড়েছে যখনই হিম শৈল
সাগর ছেঁচা স্বপ্নের বদলটা
হারাধনের দশটাতে গুঁজে রইল।
#
পাহাড়ে ওঠা চোখে, সমতল ছোট
গণতন্ত্রের ফোঁকড়ের নেই ক্ষোভ
নেতৃত্বের পাঁচটা আঙ্গুল সমান
লুটতরাজের কৌশলও উদ্ভট।
#
ঐরাবতের পাশেই সরকারী কাজ
বয়স বাড়ে মামলার রক্তবীজে
রাত-প্রহরীর ঘুষের পরিণামে
যত চালিয়াৎ জালিয়াত বুঝেসুঝে।
#
মাকড়শা জাল ছেয়ে গেছে মনুষ্যত্বে
বিষাক্ত খালে রুজি-রোজগার নীল
রাজনীতি আজ বীভৎস ক্ষত চোখে
ধ্বংস করেছে স্বচ্ছ মনের ঝিল।
#
কে ছিঁড়বে শোষণের রাজ-বাস?
হিম্মত কার জ্বালাবে সঙ-বিধান!
ঘুরলে বছর কোঁচড় সামলে সেই তো
টাই-ব্রেকারের ভূমিকায় টানটান ।
khub valo likhacho
ReplyDelete