কবিতা : অঞ্জন বর্মন



কবিতা



অন্ধকার থেকে আলোয়
অঞ্জন বর্মন




আমি জিজ্ঞাসা করলাম-
এখানে এত অন্ধকার কেন, কুয়াশা কেন?
আমি যে তাকে খুঁজছি!

একটা মেঘ মন্দ্রিত কন্ঠস্বর শোনা গেল
-সে আমার মধ্যে তলিয়ে গেছে |

আমি দুহাত দিয়ে কুয়াশা সরালাম,
আর সমস্ত শরীর দিয়ে অন্ধকার কে সরিয়ে
হাতড়ে হাতড়ে খুঁজলাম;
তাকে পেলাম না |

আবার সেই কন্ঠস্বর শোনা গেল
-বুক চিরে দেখ, জমাট অন্ধকার
বাসা বেঁধে আছে, তাকে সরাও |

আমি একটা মোমবাতি জ্বালালাম-
ভালোবাসার;
নরম আলোয় নিকষ অন্ধকার গলে গেল,
আলকাতরার মত বেরিয়ে গেল সমস্ত বিষ |

কুয়াশা কাটল, ঝলমলে রোদে
দেখলাম সে দাঁড়িয়ে আছে; দু হাতে মুখ ঢেকে |

No comments:

Post a Comment