কবিতা : রনক জামান



কবিতা



এই শীতে 
রনক জামান


সারাদিন ঘুরেফিরে এই শীত গাঢ় সন্ধ্যায়—
কুয়াশায় উড়ে উড়ে গাঢ় শীত এই সন্ধ্যায়
পাখির মত নাকি মেঘের মত করে ঠিক 
না দেখেও যদি সব ঠিক বোঝা যায়—

তবে অদূরেই যে তুমি হেঁটে যেতে যেতে
যে শিশির ঘাসের উপর ক্লান্ত বসেছিল—
তোমায় পায়ের সাথে সেও চলল কোথায়?
সারাদিন ঘুরেফিরে এই শীত, গাঢ় সন্ধ্যায়।

No comments:

Post a Comment