কবিতা
অভিমান
সুচেতা বিশ্বাস
একটু একটু শিশির ভেজা,
মেঘলা সকাল বিস্তারে ঘ্রাণ,
আকাশ জুড়ে মন খারাপ আর,
তোমার সাথে মান অভিমান ।
একটু একটু পশলা মেঘ
কলতানে সীমান্ত ম্লান
উঠান জুড়ে মুগ্ধ বাতাস
তোমার ব্যাথায় হন্যমান।
একটু একটু কপট রোদ
শান্ত মেঘে পড়ছে ছায়া
ঐ যে দেখো শেষ বিকালে
তোমার জন্য আমার মায়া।
No comments:
Post a Comment