কবিতা : মিজান ভূইয়া






কবিতা



শূন্যতার সম্রাজ্ঞী
মিজান ভূইয়া 




খুব অভিমান নিয়ে 
শুয়ে আছো 
জাহাজের বিছানায় 
দরজার ওপাশে একা আমি পাশে 
সমুদ্র 
তোমার প্রাণের ভিতর তাকিয়ে দেখি 
চুম্বনে চুম্বনে ছিন্নভিন্ন 
কবেকার নাগরিক রাত 
তোমাকে উম্মোচন করে ব্যাথা কিছু 
আমি শাড়ী ছুঁতে দেরি করি ছায়া 
ছুঁতে 
দেরি করি 
হে শূন্যতার সম্রাজ্ঞী, খুব 
শুকিয়ে গেছ মনে হয় 
এলোমেলো চুল 
নান্দনিক মর্যাদা পায় তোমার 
ত্বকের ঘ্রাণ 
তোমার দুই হাত ভাগ করে 
বাতাসের ইশারা এবং বৃত্তচিন্তায় 
জ্বালিয়ে রাখে 
একটি শহর।

2 comments: