কবিতা : শর্মিষ্ঠা ঘোষ




কবিতা


কোথাও যাই নি 

শর্মিষ্ঠা ঘোষ


আনমনা তাড়াহুড়ো ভুলে গ্যাছে ক্লিপ
এক্ষুনি যেন যত ঝড়ের তাগিদ
এক্ষুনি যেন যত অবাধ্য চুমু
বর্ষার মেঘ হয়ে নামবে চুলে


ট্যাক্সির জানালাতে কার জলমুখ
কাঁচের ওপার থেকে ছুঁয়েছে শহর
এ শহরে কাছে দূরে আদরের চোখ
আঁতিপাঁতি খোঁজ রাখে সব যাতায়াতে


ভিড় ঠাসা একা লাগা সৌখিন কাঁটা
গোলাপের বনে ফোটা বাতিকের ফুল
সোহাগ ছোপানো এই বুনো সংলাপ
অধরা মাধুরী জেনে মোড়া সেলোফেনে


একটা জীবন আছে দুজনাকে ছাড়া
একটা জীবন আছে অন্য সবার
একটা জীবন ডাকে অন্য প্রমাতে
একটা অন্য কিছু গাঁট মেলাবার


তারপর গতিপথে যা আসে আসুক
উদ্দাম অভিমানী নুনের চিবুক
তারপর ভুল ভাবা পুরনো আলাপ
তারপর মনে হওয়া কোথাও যাই নি

No comments:

Post a Comment