কবিতা
কুর্চিকে শেষ কবিতা
অরিন্দম চন্দ্র
কাল রাতে সবটুকু কান্না গোল্লাছুট দিয়েছিল
মাতাল ট্রামের মত দিকবিদিগ ছাড়িয়ে,
বাইরে তখন তুমুল বৃষ্টি ।
কাল রাতে সবটুকু ঘুম একসাথে নেমেছিল
অনন্ত সুড়ঙ্গে ঠাণ্ডা স্রোত আলোর দিকে,
ভিতরে তখন গভীর প্রশান্তি ।
কাল থেকে আবার আমি একলা হলাম,
কাল তুমি চলে গেলে, শেষবারের মত।
No comments:
Post a Comment