কবিতা: অব্যয় অনিন্দ্য





কবিতা


রাজহাঁসের কুচকাওয়াজ
অব্যয় অনিন্দ্য 




কলম আর শ্যামের বাঁশির কলহে কোকিল এল রেফারী হয়ে 
পৃথিবীর যাবতীয় চমক ঠোঁটে নিয়ে নাম নিল মিডিয়া 
মিডিয়াই পৃথিবীর একমাত্র চুম্বক 
নামজারি করছে সুমেরু-কুমেরু 
মাউথ অর্গানে ঢেউ তুলে 



আর কলম আর বাঁশি দুজনেই হলদে বুট পরে 
মিডিয়ার পেছনে লেফট-রাইট করে 
সুপন্থাকে আক্ষেপের লেজে বেঁধে 
নিরপেক্ষতার বেড়ালকে ভিজাতে 
সমান্তরালে খেঁউড়ও গায় 



আমিও ভানুমতীকে সংবাদ দিয়েছি 
উঠোনটা মেকুড় চলনক্ষম হলেই 
জগতের যাবতীয় কলমবাজদের 
ফ্যাশনটিভিতে ডেকে বলব – 
রাজহাঁসের কুচকাওয়াজ নিয়ে লিখুন 

******* 
মেকুড় চলন = ক্যাট-ওয়াক 

2 comments:

  1. অনেক ভাল লাগল সংখ্যাটি, চমৎকার শুরু।
    অনেক শুভকামনা 'ঋতবাক' এর জন্য

    ReplyDelete