কবিতা
পাগলা...
অরিন্দম চন্দ্র
পাগলটা বি.টি রোড-এর পৈত্রিক সম্পত্তি,
গাড়ীচাপা পড়ে না।
শুধু এপার-ওপার করে
আর
পা উঁচু করে করে গাল পাড়ে,
জ্ঞান দেয়।
নারকেলের মত মাথা, রোগা ডিগডিগে ময়লা জামা-প্যান্ট
কেলে কুচ্ছিত।
শুধু চোখ দুটো ঠিকরে বেরিয়ে
যেন সবকিছু পোড়াবে।
শ্রেণীশত্রু খতমে
বন্দুকের নলই
(রাজনৈতিক)
ক্ষমতার উৎস----
ছোট মন্ত্রী, বড় মন্ত্রী, দাদা দিদি
কিম্বা দাদু-
লাল, সবুজ, গেরুয়া
অথবা
অটোওয়ালা...
নোংরা জামা, খালি পা-
নাক পোঁছে না, পিচুটি চোখে।
আমরা ভিখারী হতে পারি, কিন্তু পাগল না।
No comments:
Post a Comment