কবিতা: ইন্দ্রাণী সরকার





কবিতা



চিলেকোঠায় রোদ্দুর
ইন্দ্রাণী সরকার 





শুভ্র আঁচলে ঢাকা সন্ধ্যাতারা 
আকাশের জমিনে ধীরে ধীরে ফুটে ওঠে 


ঘন অনুরাগ বসনে রাঙা শুক্লপক্ষের চাঁদ 
ভেসে যায় আলোর বন্যায় 


বিমুগ্ধ চাহনি দিয়ে ছুঁয়ে যায় 
দ্বিধাহীন সত্ত্বাকে 


পাথর শরীর কেটে ঝরনার জল 
সুমিষ্ট কলতানে মিশে যায় 
পাহাড়ী নদীর স্রোতে 


ভালবাসার চিলেকোঠা ছাপিয়ে 
একরাশ রোদ্দুর আলপনা 



এঁকে দেয় নিম্নগামী শহরতলীতে

1 comment: