কবিতা: শ্রাবণী বসু





কবিতা



নতুন সকাল
শ্রাবণী বসু 




ভোরের অস্ফুট আলোয় 
ঘোষিত হয় নতুন সকাল 
গাছে গাছে সাড়া পড়ে যায় 
মুখর ফুলেরা হয়ে ওঠে মাতাল । 



মৌন পাতাগুলি নড়ে চড়ে বসে 
আকাশ বীণায় গান বেজে ওঠে 
সাত ঘোড়ার রথে চড়ে 
শুভক্ষণে নতুন সকাল আসে ।

4 comments:

  1. খুব ভালোলাগলো। ভোরের স্নিগ্ধতা শ্রাবণীর কাব্যাকাশে।

    ReplyDelete
  2. আটটি পংক্তি পড়তে ভালোই লাগলো । আমার মনে হয়েছে তাড়াহুড়া করে লেখা, যেন অমুক তারিখের মধ্যে কবিতাটা দিতেই হবে ।

    ReplyDelete