তোমায় ছেড়ে আসার সময়ও, জানি আমি,
তোমার যাপনে জমা আছে
আমার যাপিত কিছু স্মৃতি
যা গড়েছ মোর অবয়ব
নিঃস্বার্থ নীরবে। কিংবা তোমার
অবক্ত্য আনন্দে। শুধু আমায় বলেছ,
তার গোপন যন্ত্রণা। গোলাপ কাঁটার মতো
রক্তাত্ব করে, তবু নীরব সুরভি তার
বাতাসে বাঙ্ময় হয়ে আছে, মনের গহনে।
জানি ওরা, কাফনে ঢেকেছে এই দেহ।
এইবার অর্যর বা বৈশ্বানর সূচিশ্রভ্র
করবে আমায়। তবু সে ত শেষ নয়,
কাফনে ঢাকার আগে আমি রেখে গেছি
সবকিছু তোমাদের কাছে। সেই স্মৃতি,
সেই কথা, সেই ভালোবাসা।
শুধু কৃশাণুর স্পর্শ মোরে ঢেকে দেবে
সূর্য নদী ভুপৃষ্টের মাঝে

No comments:
Post a Comment