কবিতা - ইন্দ্রাণী সরকার









বিদেশী ফুল


সহজাত মৃত্তিকায় প্রস্ফুটিত হতে চেয়ে
সুবাতাস পেল এক গুচ্ছ বনজ ফুলের

শীতের হাওয়ায় কবিতার মৃদু ছোঁয়ায় যে
পূর্ণায়িত সকাল, দুলিয়ে গেল শীর্ষমঞ্জরী

কোকিলের কুহু তান ভরিয়ে দেয় আকাশ
সোপানে নেমে যাওয়া ঘাটের নিচে তরী

আঁধার নেমে আসে আলোকোজ্জ্বল বাগানে
শিশুতোষ বুকে নেওয়া ম্লানমুখ রমণীর ।।

No comments:

Post a Comment