হায়েনার দল হরিণীটিকে পেছন থেকে খাচ্ছিল।
তখনও বেঁচে ছিল সে—
জানান দিচ্ছিল তার অসহায় পা ছোঁড়া।
দূর থেকে চিতাকে আসতে দেখে
অনাগত ভ্রূণ চিরে বার করে নিয়ে পালাল হায়েনা।
তারপর চিতা
লাল লাল নরম মাংস দ্রুততার সঙ্গে ছিঁড়ে খেতে লাগল।
আমি পৃথিবীর কাছে এর চেয়ে বেশী কিছু আশা করেছিলাম।
যে গর্ভ থেকে জন্ম,
যে গর্ভ থেকে সৃষ্টি,
যে গর্ভকে ঈশ্বর বলি—
সেই হিরণ্যগর্ভের শিরায় শিরায় শুধু আদিমতা!
আমি কার কাছে ন্যায় ভিক্ষা করব?
No comments:
Post a Comment