বিজয়ের সব মুহূর্তেই...
তার অধিকার!
কেন্দ্র হোক আর কেন্দ্রাতিগ বলের আসন;
কেউকেউ বোরকায় রমনীয় সঙ্গানুসঙ্গের;
ওহমের কাছা ও কাছির অভিবাবকসুলভ
নিঃশব্দে বসে আছে... মিস না ম্যাডাম?
ক্লাশের সবাই উঠে দাঁড়াইল [ধরতে পারেন]
নত-ই হইল
কোন সমস্যা দেখি না— Monotonously.
বেহালার স্টীলপ্লেটে যে স্ট্রিং, বাঁধায় বাজে।
সিল্কের মতই টানটান— উত্তেজিত গুনগুন
যেন, প্রান্তটি ধরেই নিয়ন্ত্রণও করছে কেউ!
তবুুও করছে দাবী, ভেতরের অদৃশ্য তরঙ্গ।
হাতের ভাঁজগুলিও খুলে গেল!
কেন জানি, শুকনো ঠোঁটেও বিজয় দেখছি..
No comments:
Post a Comment