সহ্য করে সহ্য করে
লাভ কী হবে
একটি দেহ
অনেক কথা বলতে পারে
তোমরা তাকে
যতই মারো
মানুষ জানে
মৃত্যু মানে
নতুন করে চিনতে পারা
তুমি কি আর
আমায় আরও মারতে পারো?
তোমায় আমি ভয় পাই না
এই কথাটি বলতে গিয়ে
মানুষ আজও
পাশে দাঁড়ায়
তুমি যতই মারবে তত
তোমার বুকে কাঁপন হবে
ভয় তোমাকে
খুবলে খাবে
যেমন তুমি খুবলে নিলে
আজ আমাকে
সহ্য করে সহ্য করে
লাভ কী হবে?
তুমি কি আর আমায় আরও
মারতে পারো?
No comments:
Post a Comment