আমরা নারী তাই মেনে নিতে শিখেছি
নিয়ম- অনিয়ম - শৃঙ্খলা
সার্থকতা বা ব্যর্থতা- অনেক কিছুই না বলা ,
আমরা নারী মানিয়ে চলছি শরীরের ভাঁজে ভাঁজে
কতো যে দূষিত চোখের আনাগোনা -
আমরা মানিয়ে চলছি প্রতিনিয়ত নারীত্বের সীমানা
কখনো জ্বলতে- জ্বলতে বা মরতে- মরতে
মানিয়ে নিতে নিতে আমরা হয়ে উঠছি
সহ্যের পরাকাষ্ঠা, জীবন্ত শব ।
ভাব - ভালোবাসা - আদর - আল্হাদ
সবই নিমিত্ত মাত্র ,
সব শেষে শুধু পড়ে থাকে পাত্রে
জীর্ণ - শীর্ণ - ক্লান্ত গাত্র ।
আজও বুঝিনি কতটুকু মোদের সীমানা ?
ক্লান্ত মনে বারবার তাই প্রশ্ন করে যাই নারী কি শুধুই ভোগ্যপণ্য ?
শুধুই কি গর্ভধারণের যন্ত্র ?
ডাক দিয়েছে তাই আজ সকল নারী পুরুষ সমাজ,
নারী তোমায় বাঁচতে হবে
বাঁচার লড়াই হোক মূলমন্ত্র ।
কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো মাঠে ঘাটে , কারখানায় কাজ করা মেয়ে
অনেক তো হোলো ,
এবার নারী ঘুরে দাঁড়াও
নিজ ত্রিনয়ন খোলো ।
No comments:
Post a Comment