কবিতা - কুমকুম বৈদ্য





















টুকরো টুকরো কথার মায়াজালে
লুকিয়ে ফেলি গুছিয়ে রাখার ছলে
সেসব আড়াল সরিয়ে দেবার মতো
ইচ্ছের গাছ বাড়ুক নোনতা জলে
ছায়াবাজির এই যে লাইফ বোট
একটুখানি জায়গা পাওয়ার লোভ
ডুব সাঁতারে হাতড়ে বেড়াই ডাঙ্গা
ছড়িয়ে ফেলি ছিটিয়ে দেওয়া জীবন
মিউট করা সেলেব্রেশন মোডে

No comments:

Post a Comment