কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়







এমন করে স্বপ্ন দেখাও
যেন সে সব সত্যি কথা
যেন সে সব ঘটেই গেছে
কিম্বা ঘটার ব্যকুলতা,
অথচ তা ঘটবে না যে
দুজনেই তা ভালই জানি
তবুও তো স্বপ্নে বিভোর
গভীর সাগর চোখ দুখানি ।

এমন করে কাছে ডাকো
বিভ্রম হয় সব ভুল-ঠিক
ভালবাস, যত্ন করো
কষ্টও দাও কি সাংঘাতিক,
অথচ যে সবই অলীক
দুজনেই তা ভালই জানি
একটু শুধু জীবন যাপন
স্বপ্ন দেখার সেই পারানি ।

এমন করে জড়িয়ে থাকো
ছাড়লে দুহাত গভীর পতন
গাছের বুকে জড়িয়ে থাকা
স্বর্ণলতা প্রাণের মতন,
অথচ কি আলগা বাঁধন
দুজনেই তা ভালই জানি
নশ্বর এই গল্প-গাথা
আবহমান এক কাহিনী ।

No comments:

Post a Comment