কবিতা - ঝানকু সেনগুপ্ত






তারপর সেও একদিন
তোমার জন্য বৃষ্টিকে নিলাম আজলা ভরে
একমুঠো রোদ্দুর তাও নিলাম
মেঘের কাছে এক টুকরো রঙ

তুমি আমার ছেড়া বাড়ি
আর ভাঙ্গা জানালা দেখে মুখ ফেরালে
অথচ আমার কোনো ভনিতা ছিল না

সবুজ বনের কথা আর নাই বা বললাম!

1 comment:

  1. স্তব্ধতা গ্রাস করলো আমাকে ।

    ReplyDelete