একদিন পাওয়া গেল
একটি গোপন রাস্তা
আলোছায়াবিষাদসমেত
বন্ধুতার দিক থেকে
শত্রুতার দিকে গেছে এমন বিপথ !!
আর এই
আশ্চর্য শহর
যেখানে অপ্রিয় মানুষ নেই
প্রিয়তম দূর
বন্ধু নয়
শুত্রু নয়
এই পথে খেলে যাচ্ছে
রহস্যের আবছায়া
এই পথের নাম দিই বত্রু
বন্ধু থেকে শত্রুতার দিকে
চলে যাওয়া
অথবা শত্রু থেকে বন্ধুতার দিকে
চলে যাওয়া
বত্রু
আসলে একটি গহনগভীর পথ
No comments:
Post a Comment