শীতের সন্ধেতেও আজ গরম ৷ রোগীর ঘরের জানলাগুলো হাট করে খুলে দিয়েছেন সেবিকা ৷ তাঁর রোগী বড়ো ঘামে আর ঘেমে গেলেই আর্তনাদ করতে থাকে ৷ খুব মোটা তো -- ঘামে বড়ো হাঁফায় মানুষটা ৷ রোগীর মুখটা ভালো করে মুছিয়ে কপালের ঠিক মধ্যখানে একটা অর্ধ চাঁদের মতো লাল টিপ পরিয়ে দেন ৷ ঠোঁটে গাঢ় লিপস্টিক ৷ রোগীর এই দুটিই শখ --গোল নয় --চাঁদের মতো দেখতে যুবতীদের টিপ এবং ঠোঁটরঙ ৷ সেবিকা বোঝেন --টিপ আর লিপস্টিক পরে বুড়ি মানুষটা কিছুসময় হয়ত ফেরত চায় তার যৌবন --তার সমর্থ দুটো পা ৷ সেবিকার রোগীর মূল রোগ --তিনি পদক্ষেপ হারিয়েছেন ৷ পা থাকতেও কী করে পা ফেলে ফেলে হাঁটতে হয় ভুলে গেছেন ৷ তাঁর এখনকার স্মৃতিবিন্যাস ঠিক এতখানিই বিট্রে করেছে তাঁর সঙ্গে ৷
আবার যখন ফুর্তি আসে --- স্বামী এসে চুলে হাত বোলান তখন একগাল হেসে স্বামীর সঙ্গে গাদাখানেক ঝগড়া করেন রোগী ৷ সেবিকার বাড়ির গাছপাতাটির অব্দি খোঁজ নেন বুড়ি ৷ এই যেমন আজ সকালে সেবিকা যখন রোগীর চুল বব করে কেটে শ্যাম্পু দিয়ে মাথা সাফ করে দিচ্ছিলেন -- কত যে কথা কইছিল সারা দিনমান স্তব্ধ হয়ে থাকা রোগী ৷
----- হ্যাঁ রে --এমন পুকুর পুকুর চোখ তোর --মোটা করে কাজল দিস না কেন রে ? কাজল দিবি ৷ স্মৃতি চলে যাওয়া রোগী অদ্ভুত উপমায় সেবিকার চোখ সাজান ৷ কমন শব্দে বোধহয় বিরাগ আছে রোগীটির ৷
সেবিকা মৃদু হাসেন --কে কিনে দেবে কাজল ?
রোগী -- আমি ৷ ঐ যে দ্যাখ -- আমার মেয়ের ড্রইং পেন্সিলের বাক্স ৷ ওখান থেকে যে কোনো রঙের পেন্সিল নিয়ে নে ৷ বা তুলি নে আর ওই হলুদ রঙের জলরঙ নে ৷ তুলি চুবোবি আর চোখে টানবি ৷
রোগীর খ্যাপাটে কথায় সেবিকার শরীরে এক অচেনা আনন্দ জাগে ৷ নতুন কাটা ববে হাত বুলোতে বুলোতে সেবিকা বেমালুম ভুলেই যান --বিয়ে না দিয়ে বাড়ির লোক তার রোজগার সবটা খেয়ে ফেলছে ৷ মনের ভুলে বাবাকে ফোন করে বসেন ---বাবা সব ভাই বোনকে জমির ভাগ দিলে ৷ আমারটা এবার দেবে গো বাবা ? সেই ভাগ দিয়ে আমি কলকাতায় বাড়ি করব ৷ সেই বাড়িতে তুমি আমি আর মা ই তো থাকব বাবা ৷ দেবে আমার ভাগটা ? একটা ছোট বাগানও করে দেব বাবা তোমায় ৷
সকালবেলার ফোনের উত্তর এসে যায় সন্ধেতেই -----বিয়ে থা করিস নি ৷ তোর নিজের বাড়ি বাগান কী দরকার ? কাদের জন্য দরকার ? এই রোগীর বাড়ি টানা কাজ করছিস ৷ টাকাগুলো জমা ৷ বয়স হলে গ্রামের বাড়িতে ভাইদের কাছে এসে থাকবি --জমানো টাকা থাকলে ভাইপোরা দেখবে ৷
ফোনটা পাওয়ার পর থেকে মাথা ঝুঁকিয়ে বসে আছেন সেবিকা ৷ বসে আছেন তো বসেই আছেন ৷ বাবাকে বলা হয়নি ---এই মাস অব্দি রোজগারের আধাভাগ বাবা ভাইয়ের সংসারে পাঠাতে হয়েছে ৷ ঠিক সময়ে ঠিক কথা বলার অভ্যেস তো করেননি কখনো ৷
রোগীর চিৎকারে হুঁশ ফেরে ৷ সেবিকা প্রথম ভাবেন -- পেটুক মানুষটা চা মুড়ির জন্য হাত ছুঁড়ছেন ৷ চা এনে দিলেন ৷ রোগী আর থামে না ৷ অন্ধকার বারান্দায় কী যেন দেখাচ্ছেন ৷ অনেকক্ষণ ধরে রোগীর ফুলো দুটো হাত খেয়াল করেন সেবিকা ৷ দুই হাত দিয়ে বারান্দার একটা ফুলের গাছকে দেখাচ্ছেন রোগী ৷ ফুলগাছের গোড়ায় একটা ঝরে পড়া ফুলকে দেখছেন আর যুক্তাক্ষর ভেঙে গোটা গোটা করে বলছেন ---বাচ্চাটা ---বাচ্চাটার একটা চোখ খু খু খুলে পড়ে গেছে তো ৷ তুলে ডালে লা লা লাগিয়ে দে ৷ লা লাগিয়ে দে বলছি ৷ নইলে মারবে ওর ওর মা ৷
সেবিকা বুঝতে পারেন না এত রেগে যাওয়া রোগীকে শান্ত করবেন কী করে ! একটি ফুল ঝরে যাওয়াতে মানুষের এমন রাগ তো কখনো দেখেননি তিনি ৷ বারবার বলেন ---কার বাচ্চা ! ও তো গাছ ৷ উত্তেজনায় রোগীর কথা ফের আটকায় --ম ম মাটির বাচ বাচ্চা ৷ অবাক হয়ে এতদিনের রোগীকে দেখতে থাকেন সেবিকা ৷ দেখতে দেখতে সামনের মানুষটির বব মুণ্ডু নিজের ভারী দুটো বুকের মধ্যে ঢুকিয়ে নেন ৷ রোগীর পুরো শরীরটা দোলাতে দোলাতে বলেন ---ও বেবি --ইউ আর স্মল বেবি ৷
সেবিকা স্থিরপ্রতিজ্ঞ --এবার ভাড়াবাড়িতেই ঠাকুরের আসন পাতবেন ৷বেশ কিছু টাকা দিয়ে খাঁটি তসরের আসন কিনবেন ৷ আর তাতে সবুজ জরিপাড় সেলাই করে নেবেন ৷ আছছা রোজ তো ডিউটিতে বেরিয়ে যেতে হবে ৷ ফুল যদি শুকিয়ে যায় --তার চেয়ে রামকৃষ্ণকে সবুজ গাছ দিয়ে সাজিয়ে দিলে কেমন হয় ! ভিজে মাটির রস খেয়ে দেবসাজ ফুটবে খুব ৷ খুব ৷
জানতে পেরে আকাশের তারারা বলে
--বেশ বেশ ৷
তোমার ঠাকুর গ্রামের মানুষ ৷
সে খুউব গরীব মানুষ ৷
তাকে দেখতে একদিন নাহয় যাব তোমার বাড়ি ৷
সেবকের আরতি নিশ্চয় পথ চিনবার পর্যাপ্ত আলো দেবে ৷
পড়লাম, সেবিকার মনেও এত কষ্ট, কি সুন্দর সাবলীলভাবে প্রকাশ করলেন।
ReplyDeleteআর ঐ ঝড়ে যাওয়া মাটির বাচ্চা, আহা কি সুন্দর কল্পনা!
অভিভূত হলাম।🙏
বাঃ !
ReplyDeleteমাটির সন্তানেরা আর সেবকের আরতি ঠিক পথের সন্ধান দেবে।
ReplyDeleteবাহঃ !খুউব ভালো লাগলো ۔😍
ReplyDeleteগাছের বাচ্চার ও লাগে,তারও প্রাণ আলেখিকার গর্ছেভধরিনি ......সেবিকার রোগিনী কিন্তু এটা ভুলে যান নি ....সেবিকা তার জমির ভাগ থেকে বঞ্চিত হয়েছে....সে তার রামকৃষ্ণ কে পাতা দিয়ে সাজাবে.... ফুল তো শুকিয়ে যায়..... হ্যা, আর তি তার সেবিকা কে আলোর পথ দেখবে....আরতির প্রদীপে ই তো আলো আছে..... একটি চরম সত্য কে এমন ভাবে present করতে এলেম লাগে.... সেই আরতি যখন লেখিকার garগর্ভধারিনী
ReplyDeleteবড় ভাল লাগল। বঞ্চিত হলেও স্বপ্ন যে মরে না।
ReplyDeleteখুব সুন্দর গল্প ❤️-রঞ্জনা
ReplyDeleteখুব ভালো লাগলো। অপূর্ব লেখনী ও ভাব।🙏
ReplyDeleteখুব ভালো লাগলো!
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeletebesh golpo
ReplyDelete