আজ যাকে ভালোবাসি
কাল হয়তো সে চলে যাবে অনেকদূর
পোষাবে না তার এই বায়ুমণ্ডল
বাতাসে বারুদের গন্ধ তার ভালো লাগবে না
সে চাইবে শতাব্দী প্রাচীন শিউলি ফুল
এক্কা দোক্কা বন্ধুতা
কবেকার খাদ্য আন্দোলনের স্মৃতি নিয়ে
গল্প লিখতে চাইবে
আদিগঙ্গা তীরের সেই দোয়েল পাখির গান শুনে সুরে সুর মেলাতে চাইবে
আমি তাকে আধুনিক হওয়ার জন্য
ঝলমলে রাস্তায় নিয়ে এসে সেলফি তুলতে চাইলাম
অভিমানী মন নিয়ে আনমনে পথ হেঁটে সে পার হয়ে গিয়েছিল তেপান্তরের মাঠ
আজ যাকে ভালোবাসি কাল হয়তো ...
বাঃ খুব ভালো
ReplyDeleteখুব ভাল👌
ReplyDeleteভালো লাগলো!
ReplyDeleteবাতাসে বারুদ গন্ধ, তার চেয়ে প্রাচীনতা কিছু কিছু ভালো!
ReplyDelete