একদিন বসন্ত বেলায়
কুচকুচে কালো কোকিলের ডাক শুনে
ছুটে যেতাম ঘর থেকে বাগানে বাগানে
খুঁজে খুঁজে বেহাল মন
নারঙ্গী বনের সবুজ লতা যেনো
তখন বসন্ত ছিলো অন্যরকম দোলে
হৃদয়ের উচ্ছৃঙ্খল আগুন দোলা
পাগলা কোকিলের কুহু ডাকে
বেভুলা সব ঘরদোর মন বন-বাদাড়
এখন বসন্ত আসে মোবাইলে
ম্যাসেজে ম্যাসেজে বাসন্তী ছবি
ফুল পাখি নদীর ছবি কথা বলে
বসন্ত চারুকলায় হাট বসায়
মানুষ আর ফাগুনের বন্ধুদের
রাস্তায় রাস্তায় যুগলের বাসন্তী
পোশাক, ফুলের ব্যান্ড মাথায়
লাল লিপস্টিকে বসন্ত হাসে নিলাজ
মনে পড়ে ভীষণ, মন বলে ওঠে
এই বসন্ত সেই বসন্ত না।
ফেসবুকে শেয়ার করা যাচ্ছে না
ReplyDelete